• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩২ রাত ০২:১৬:৩৯ (07-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩২ রাত ০২:১৬:৩৯ (07-Jul-2025)
  • - ৩৩° সে:

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে: আমিরুল কাগজী

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার কয়রা-পাইকগাছার অস্বচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দুই উপজেলার ১৭টি ইউনিয়নে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে। আজ থেকে শুরু হল এই উদ্যোগ।৬ জুলাই রোববার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী এসব কথা বলেন।আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করেন।বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডা. মো. মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান কার্ডিওলজি খুলনা মেডিকেল কলেজ), ডা. মোহাম্মদ তাজরুল ইসলাম ইউরোলজি বিশেষজ্ঞ কেএমসি, ডা. মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ চর্ম রোগ বিশেষজ্ঞ, ডা. অমিত নাক কান গলা বিশেষজ্ঞ, ডা. রাজিব অর্থোপেডিক্স, ডা. হারুন অর রশিদ, ডা. হাসানুর রহমান, ডা. আলাউদ্দিন সিকদার, ডা. এফ এম নাজিম উদ্দিন, ডা. মো. সাবেতুল ইসলাম প্রমুখ।ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃঙ্খলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ,সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী, পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার, পাইকগাছা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মো. খাইরুল ইসলাম রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মো. জাহাঙ্গীর গাজী ও মো. বেলাল সরদারসহ আরও অনেকে।