• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৪:২৪ (26-Jan-2026)
  • - ৩৩° সে:
দেশেই আছেন বিসিবি সভাপতি

দেশেই আছেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কাসহ নানা কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল এমন বাস্তবতায় বোর্ড পরিচালনা নিয়েও তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। এর মধ্যেই বিসিবির এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।এমন টালমাটাল অবস্থার মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়ে গেছেন এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জন যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা নিশ্চিত হওয়া গেছে।২৬ জানুয়ারি সোমবার গুঞ্জন খণ্ডন করে বিসিবির সদর দপ্তর মিরপুরে উপস্থিত থাকতে দেখা যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এ সময় তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনও করেন।এর আগে রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বিসিবি সংশ্লিষ্ট একাধিক সূত্র শুরু থেকেই এই দাবি নাকচ করে দেয়।বোর্ডসংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন। পরবর্তীতে তার মিরপুরে উপস্থিতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়।