• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ১০:৫৮:৫১ (22-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ১০:৫৮:৫১ (22-May-2025)
  • - ৩৩° সে:

আমলাদের দুর্নীতি কেন খুঁজে বের করা হচ্ছে না: ফরহাদ মজহার

বিশেষ প্রতিনিধি: আমলাদের দুর্নীতি খুঁজে বের করা হচ্ছে না কেন, জানতে চেয়েছেন কবি ও লেখক ফরহাদ মজহার।২১ মে বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনে ‘বাংলাদেশ পরমাণু বিজ্ঞান গবেষণার সম্ভাবনা, সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন করেন।মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত দিক কাজে লাগানোর আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, বিজ্ঞান চর্চা করার জন্যও বিজ্ঞানীদের ক্ষমতা থাকতে হবে। রাষ্ট্রকে বিশ্বাস করতে হবে গণ সার্বভৌমত্বের প্রয়োজনীয়তা।আমলাদের দুর্নীতি খুঁজে বের করা হচ্ছে না কেন- জানতে চেয়ে তিনি বলেন, আমলাতন্ত্র বাংলাদেশে ক্যানসারের মতো, এটা সরাতে হবে।জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই জুলাই গণ-অভ্যুত্থানের মর্ম উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, জনগণকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।