• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ রাত ০৮:৩৬:৩৯ (18-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আবাসিক হোটেলে জুয়ার আসর থেকে আটক ১৩

রাঙামাটি প্রতিনিধি: পর্যটন শহর রাঙামাটির কিছু আবাসিক হোটেল ক্রমেই পরিণত হচ্ছে অসামাজিক কর্মকান্ডের ঘাঁটিতে। রাত নামলেই এসব হোটেলে শুরু হয় মাদক সেবন, দেহব্যবসা ও জুয়ার আসর। আর এতে জড়িয়ে পড়ছে স্থানীয় উঠতি বয়সী তরুণরা। এই পরিস্থিতির লাগাম টানতে এবার নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নিয়মিত নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ২১ জুলাই সোমবার দিবাগত রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হোটেল সৈকতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারিকে হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।আটকরা সবাই রাঙামাটির জুরাছড়ি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে হোটেল সৈকতে অভিযান পরিচালনা করি। সেখানে ১৩ জন ব্যক্তি জুয়া খেলছিল। তাদেরকে আটক করা হয়েছে এবং জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’