• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৫৪:২২ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৫৪:২২ (16-May-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে চুপিসারে চালু হলো অসামাজিক কাজের দায়ে অভিযুক্ত আবাসিক হোটেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর: প্রায় এক বছর আগে গাজীপুরের হোতাপাড়ায় আবাসিক হোটেলের অন্তরালে পতিতালয় খোলার পাঁয়তারা করা হচ্ছে এমন খবরে ফুঁসে উঠেছিলো ধর্মপ্রাণ মানুষ। সেসময় শিক্ষক, সাংবাদিক, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয় গাজীপুর সদর উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। আন্দোলনের মাধ্যমে আবাসিক হোটেলের আড়ালে পতিতালয় খোলার চেষ্টা ব্যর্থ করে দেন এই অঞ্চলের সুশীল সমাজ।তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী ও জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিনের তৎপরতার কারণে তখন পিছু হটতে বাধ্য হয়েছিলেন আবাসিক হোটেলের নামে পতিতালয় তৈরির হোতারা। কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎ পবিত্র রমজান মাসের শুরুর একদিন আগে গত ১০ মার্চ ফের একই কাজ করেন তারা। এবার হোটেলের সাইনবোর্ড টানিয়ে শুরু করেছেন তাদের কার্যক্রম। আবাসিক হোটেলটির নাম দেওয়া হয়েছে ‘হোতাপাড়া গেস্ট হাউজ’। হুট করেই পবিত্র রমজান মাসের আগের দিন তাদের এই কাণ্ডে হতবাক স্থানীয়রা।এদিকে উদ্বোধনের পর থেকেই গেস্ট হাউজটিতে গোপনে গভীর রাতে পতিতাবৃত্তি চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, আবাসিক হোটেলের জন্য যেসকল লাইসেন্স বা কাগজপত্র প্রয়োজন তার কোনটিই নেই হোতাপাড়া গেস্ট হাউজের। রাত গভীর হলেই এখানে চলে অসামাজিক কার্যকলাপ। এতে স্থানীয় উঠতি বয়সের তরুণ, তরুণীরাও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় অভিভাবক সমাজ সবচেয়ে বেশি চিন্তিত এই আবাসিক হোটেলকে নিয়ে। তাদের ধারণা, এই অবস্থা বিরাজমান থাকলে বখে যাবে এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অন্যদিকে নিজেদের এলাকায় এসব অসামাজিক কাজকে প্রশ্রয় দেবেন না বলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন গাজীপুর সদর উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, স্থানীয় ইমাম, ধর্মীয় নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, ‘আমি এই বিষয়টি শুনেছি এবং জয়দেবপুর থানার ওসিকে দেখতে বলেছি। সত্যতা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’অন্যদিকে জয়দেবপুর থানার ওসি ইবরাহীম খলিল পেশাগত কাজে জেলার বাইরে থাকায় নিজে এসে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।