• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:১৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ইপসার মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইপসার নিরাপদ অভিবাসন গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রোমোটিং ইফেক্টিভ, রেপ্সন্সিভ, অ্যান্ড ইনক্লুসিভ গভন্যান্স ইন বাংলাদেশ (পেরি) এর আওতায় এটি অনুষ্ঠিত হয়।  ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর লিটন। বক্তব্য দেন প্রজেক্ট অফিসার মো. জয়নাল আবেদীন।পৌর মেয়র শাহজাহান সিকদার তার বক্তব্যে বলেন, ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আইনি সহায়তা, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ মানব পাচার প্রতিরোধ যেন ঠেকানো যায় সেই লক্ষ্যে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি সকল সদস্য যেন কাজ করেন।সরকারি যে সকল সুবিধাগুলো প্রবাসীদের জন্য রয়েছে তা প্রচার করতে হবে। সরকারের নিয়ম মেনে দক্ষ হয়ে যেন বিদেশ যেতে পারেন সেই সেই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে বলেও বক্তব্যে বলেন তিনি।