• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৪৭:৪০ (11-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হজযাত্রীদের বিমান টিকেটে আবগারি শুল্ক মওকুফ

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকেটের ওপর আরোপিত আবগারি শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।গত ৭ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ধর্মপ্রাণ মানুষের হজযাত্রা আরও সহজ করা এবং সামগ্রিক ব্যয় কমানোর লক্ষ্যেই এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে।এ বছরও সৌদি আরবগামী হজযাত্রীদের টিকেটে কোনও আবগারি শুল্ক প্রযোজ্য হবে না বলে জানিয়েছে এনবিআর।এনবিআর’র তথ্য অনুযায়ী, এই শুল্ক মওকুফের ফলে প্রত্যেক হজযাত্রীর সৌদি আরবে যাওয়া-আসার বিমান ভাড়ায় প্রায় ৫ হাজার টাকা সাশ্রয় হবে।