• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৩৫:০৩ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৩৫:০৩ (17-May-2024)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবিতে পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৬ মে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. উমর ফারুক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ এবং কনফারেন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. তন্ময় রায় তুষার।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত প্রথিতযশা বিজ্ঞানী প্রফেসর ড. মোবারক আহমেদ খান, ইউনিভার্সিটি অব ফিলিপাইনের প্রফেসর ড. মারিও ডিলোস রিইয়েস ও টোকিও ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. মেই-ফেঙ চাইন।সম্মেলনে দেশি-বিদেশি গবেষকগণ তাদের ১০৭টি গবেষণাপত্র উপস্থাপন করেন।