নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে আড়াইহাজার বাজার থেকে দলের নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গাড়িবহরে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রার আগে বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, স্বৈরাচার হাসিনা জনগনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়ে ছিল তিনি কিন্তু টিকে থাকতে পারেনি। যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করবে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে।শোভাযাত্রাটি আড়াইহাজার বাজার থেকে শুরু হয়ে আড়াইহাজার সফর আলী কলেজ উপজেলা পরিষদ, শহীদ মঞ্জুর স্টেডিয়াম, আড়াইহাজার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার রুকনুদ্দিন গার্সল স্কুল এন্ড কলেজ, খড়িয়া বাজার, আব্দুল্লাহ কান্দি বাজার, মোল্লারচর বাজার, কলাগাছিয়া মোড় দিয়ে গোপালদী বাজার প্রবেশ মুখে বিরতি দেয়।বিরতির পর গোপালদী বাজারে বর্ণাঢ্য র্যালী শেষ করে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পূনরায় বিরতি হয়, পরে মধ্যাহ্ন ভোজ শেষে দাইরাদি, রামচন্দ্রদী, খাসেরকান্দী, গহরদী, আগুয়ান্দী, উচিৎপুরা বাজার হয়ে জাঙ্গালিয়া বাজার, বাড়ৈপাড়া, শান্তিরবাজার থেকে পূনরায় বাড়ৈপাড়া হয়ে জাঙ্গালিয়া বাজার, দাসিরদিয়া, ইলমদী, সিংহদী বাজার, উদয়দী বাজার, ইদবারদী বাজার, আড়াইহাজার বাজারে রওনার উদ্দেশে মারুয়াদী বাজার, ব্রাহ্মন্দী, নোয়াপাড়া ফায়ারসার্ভিস, কৃষ্ণপুরা পায়রা চত্বর হয়ে আশিক সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।