• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রাতে চৌদ্দগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণে যাত্রা করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। তিন দিনের ভ্রমণকালীন সময়ে সমুদ্র স্নান, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, সাগরপাড়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে উৎফুল্লতায় মেতে উঠেন সবাই।আনন্দ ভ্রমণে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল জলিল রিপন ও সাধারণ সম্পাদক দৈনিক কালেরকন্ঠ পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানার পরিচালনায় ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক সমকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু বুদ্ধি-পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেন।এতে অংশ গ্রহণ করেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি সকালের খবর প্রতিনিধি আক্তারুজ্জামান মজুমদার, সহ-সভাপতি কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিনু, পাঠাগার সম্পাদক চৌদ্দগ্রামের আলো প্রতিনিধি কাজী সেলিম, নির্বাহী সদস্য দেশ রুপান্তর প্রতিনিধি মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য বিজয় টিভি প্রতিনিধি মনির উল্যাহ, সাধারণ সদস্য চৌদ্দগ্রামের আলোর নির্বাহী সম্পাদক ফখরুদ্দিন ইমন, এশিয়ান টিভির জসিম উদ্দিন নিলয় ও উজ্জল, আলোর সংবাদ সম্পাদক আবদুর রব লাভলু, চৌদ্দগ্রাম সমাচার প্রতিনিধি আবুল কাশেম মন্ডল, ফুলকলির ইউসুফ মজুমদার।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম থানার সাবেক অফিসার ইনচার্জ বর্তমানে কক্সবাজারের ইদগাহ থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ও চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন।এদিকে একটি আনন্দঘন পরিবেশে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সুন্দর একটি ভ্রমণ সম্পন্ন করায় পিকনিক উপকমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।