• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৩:৩৪:০৯ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৩:৩৪:০৯ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

৭ দিনের মধ্যে শিশুদের জন্য আইসিইউ চালু করা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যেই ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে।২৯ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের উন্নয়ন বিষয়ক সভায় এ আহ্বান জানান জেলা প্রশাসক।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এসময় সভায় জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।