• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:২১:১৫ (28-Jan-2026)
  • - ৩৩° সে:
নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত

নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে -২০২৬ উপলক্ষ্যে উওরা, ডিয়াবাড়ি আর্মি ক্যাম্পের  নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত ও মোতায়েনরত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বাহিনী একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।২৭  জানুয়ারি  বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর সমন্বয়ে যৌথ বাহিনীর টহল পরিচালনা করা হয় এবং পরবর্তীতে এমন টহল কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করা হয়। যৌথ সভায় সুষ্ঠভাবে ভোট কার্য সম্পাদন এবং স্থানীয় জনগণের জান মালের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা বিষয়ক আলোচনা করা হয় ও টহল কার্যক্রম বৃদ্ধি করার জন্য নির্দেশনা দেয়া হয়।দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।