• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৯:১৭ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে, একইসঙ্গে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।২২ ডিসেম্বর সোমবার দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সামান্য জটিলতা হলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্যদিয়ে করা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত প্রবাসে অবস্থানরত প্রায় ৬ লাখ বাংলাদেশি এবং দেশে অবস্থানরত ৯৪ হাজারের বেশি ভোটার রেজিস্ট্রেশনের আওতায় এসেছে।