মধ্যরাতে হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দিল ৫ দুর্বৃত্ত
সিলেট প্রতিনিধি: মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।