• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:০৭ (10-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জে অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় বিদেশ যাওয়া ও থাকাকালীন সময়ে নির্যাতিত হলে করনীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফেরত এসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি কর্মশালায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দেন তারা।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরর কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।