নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটসহ নানা অব্যবস্থাপনা
কুড়িগ্রাম প্রতিনিধি: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও প্রয়োজনীয় ওষুধ সংকটসহ নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে যেনো খুড়িয়ে খুড়িয়ে চলছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় বসবাস করেন প্রায় ৬ লাখ মানুষ। নদীবেষ্টিত বৃহত্তর এই এই উপজেলায় নামমাত্র ৫০ শয্যার হাসপাতাল থাকলেও পুরনো ৩১ শয্যায় চলে চিকিৎসাসেবা। ফলে হাসপাতালের বারান্দায় কোনোমতে চলে চিকিৎসা কার্যক্রম। গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে মাত্র ৩ জন চিকিৎসক। সংকট রয়েছে ওয়ার্ড বয়, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য জনবলের। এছাড়াও প্রয়োজনীয় ওষুধ সংকটসহ রয়েছে নানা অব্যবস্থাপনা।সকল সংকট নিরসনে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ। বক্তাদের অভিযোগ, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ল্যাব, এক্স-রে, সার্জারি সরঞ্জাম ও অভিজ্ঞ টেকনিশয়ান না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এমনকী এখানকার অ্যাম্বুলেন্স সার্ভিস নির্দিষ্ট ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া নেয়ায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে রোগী ও স্বজনদের।এছাড়াও প্রসূতি মহিলাদের নরমাল ডেলিভারীসহ সিজারিয়ান আরশন চালু না থাকায় বাড়ছে প্রসুতি ও শিশু মৃত্যুর হার। তাই নরমাল ডেলিভারীসহ সিজারিয়ান আরশন চালুর দাবি তোলেন বক্তারা।এদিকে রায়গঞ্জের বন্ধ থাকা ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং কচাকাটায় ৩০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে চালুর দাবি তুলে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন না হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা।মানকন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোখলেছুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নুসহ অনেকে।মানবন্ধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এই সংকট নিরসনে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও মেলেনি প্রতিকার। তবে এই সমস্যা নিরসন হবে বলে আশা করছি।