গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।২৪ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই এলাকার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় নিহতের স্বামী ও দুই সন্তানও গুরুতর আহত হয়েছেন।স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে রেজাউল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা মোড় এলাকার একটি ভুট্টা মিলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ঢাকাগামী মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।ধাক্কায় মোটরসাইকেলের আরোহীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় শেফালী বেগম চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা বাকি তিন আরোহী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এবং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সড়ক থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’