• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫১:৪৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫১:৪৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

পাবনায় ৯৯ ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির অনুদানের চেক বিতরণ

পাবনা প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় পাবনা জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে রাষ্ট্রপতির অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।৯ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় পাবনা সদর উপজেলা মিলনায়তন হল রুমে প্রায় ৯৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে রাষ্ট্রপতির অনুদানের এসব চেক বিতরণ করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল হোসেন শাহীন।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন সুমি। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা  হয়।