• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৯:২০ (23-Jan-2026)
  • - ৩৩° সে:
লংগদু জোন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

লংগদু জোন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : দুর্গম লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন লংগদু জোন। নতুন বছরের শুরুতে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় লংগদু জোনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে লংগদু জোন।লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি"র নির্দেশনায়, এসময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি) সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মো. জাহিদুর ইসলাম, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মো. রাশেদুজ্জামান