• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৭:১১ (21-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আরও একবার অধিনায়ক বদলে চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অল্প সময়ের মাঝেই যাদের নির্বাচক, কোচ ও অধিনায়ক বদলের বেশ খ্যাতি আছে! কয়েকদিন ধরে চলমান গুঞ্জন সত্যি করে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়েছে পিসিবি। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ শেষেই আচমকা অধিনায়কত্ব হারানো শাহিন শাহ আফ্রিদিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।বর্তমানে ঘরের মাঠে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিচ্ছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট চলার মাঝেই সোমবার পাকিস্তানের ওয়ানডে ফরম্যাটে শাহিনকে অধিনায়ক করার এই ঘোষণা দেওয়া হয়। প্রোটিয়াদের চলমান সফরেই বাঁ-হাতি এই পেসারের দ্বিতীয় দফায় পাকিস্তানের অধিনায়কত্ব অধ্যায় শুরু হবে। দুটি টেস্ট শেষে ২৮ অক্টোবর থেকে তিনটি টি-টোয়েন্টি এবং ৪ নভেম্বর থেকে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।প্রোটিয়াদের সঙ্গে চলমান টেস্টেও খেলছেন রিজওয়ান-শাহিন। হঠাৎ করেই কেন রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই কারণ পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে এমন সিদ্ধান্ত জানানোর আগে ইসলামাবাদে গতকাল সভায় বসেছিলেন নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ মাইক হেসন। ইএসপিএন ক্রিকইনফো বলছে, হেসনই মূলত অধিনায়ক বদলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিসিবি সভাপতি মহসিন নাকভিকে নির্বাচক ও পরামর্শক কমিটির সঙ্গে সভা আয়োজনের আহ্বান জানিয়েছিলেন।অবশ্য কোচ মাইক হেসন রিজওয়ানকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একক আদেশ দেননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শাহিন আফ্রিদি প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হয়ে সুখকর অভিজ্ঞতা পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে তার অধীনে পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ডে। সেখানে ৪-১ ব্যবধানে পরাজয়ের পরই শাহিনকে আচমকা রিজওয়ানের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার মতো করেই বরখাস্ত করা হয়। এক সপ্তাহ পরে বাবর আজমকে দায়িত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায় ‘আনপ্রেডিক্টেবল’ দলটি।এর মধ্য দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যাত্রা অব্যাহত রাখলো পাকিস্তান। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে তাদের নেতৃত্ব দিচ্ছেন সালমান আলি আগা। এর আগে রিজওয়ান ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার সময়ে ফরম্যাটটিতে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে ৪ রান বাকি ছিল, গড় ছিল ৪২। তার অধীনে ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান। কিন্তু চলতি বছর ফলাফলে বিপর্যয় ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডেই বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান।রিজওয়ানকে অবশ্য একসঙ্গে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তার অধীনে পাকিস্তান চারটি টি-টোয়েন্টিতে হারের পর ফরম্যাটটির নেতৃত্বভার তুলে দেওয়া হয় সালমান আগার কাঁধে। সবমিলিয়ে ২০ ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন রিজওয়ান। যেখানে ৩৩ বছর বয়সী এই তারকা ৯ জয় ও ১১ হার দেখেছেন, সাফল্যের হার ৪৫ শতাংশ। অন্যদিকে, তার স্থলাভিষিক্ত হওয়া শাহিন গত বছর ওয়ানডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ২০২৩ বিশ্বকাপের পর তিনি ছাড়া ফরম্যাটটিতে অন্য কোনো পূর্ণ সদস্য দেশের পেসার ৪৫ উইকেট নিতে পারেননি।