লোহাগাড়ায় ছাত্রলীগ সভাপতির স্ত্রী পেলেন অদম্য নারী পুরস্কার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বেগম রোকেয়া দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতির স্ত্রী শারমিন আক্তার।বিষয়টি নিয়ে পুরো লোহাগাড়া উপজেলা জুড়ে তীব্র বিতর্ক, ক্ষোভ ও উপহাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বইছে সমালোচনার ঝড়।শারমিন আক্তার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।গত ৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্য অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে তিনজন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।সম্মাননা পুরস্কার প্রাপ্ত নারীরা হলেন- শারমিন আক্তার, রিনা আক্তার ও ইয়াসমিন আক্তার।এ বিষয়ে লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কূহেলিকা সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে বিস্তারিত জেনে আপনাকে জানাবো।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের অজ্ঞাসারে ঘটেছে। যারা তথ্য দিয়েছেন তারা বিষয়টি হয়তো গোপন করেছেন।