• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ সকাল ১০:১৩:৫৩ (08-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ সকাল ১০:১৩:৫৩ (08-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

শুধু হাসিনা নয়, তার বাবাও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল: গয়েশ্বর চন্দ্র রায়

২৮ অক্টোবর ২০২৪ রাত ০৮:৫৬:৫৭

শুধু হাসিনা নয়, তার বাবাও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে এটা কোন নতুন কথা নয়, তার বাবাও আগে পালিয়ে গিয়েছিল। বাবাকে স্বাধীনতার যুদ্ধ করে আমরা আবার ফেরত এনেছিলাম। তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারবো, সেটা জানি না।

২৮ অক্টোবর সোমবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই। ক্ষমতায় থাকতে তিনি আইনকে ভয় পেতেন না। পালানোর পরে এখন আইনের ভয় তার ভিতরে ঢুকে গেছে।

তিনি বলেন, ৫ আগস্ট পূর্ণাঙ্গ বিজয় হয়নি, আরও একটি যুদ্ধ রয়ে গেছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি আবারও সংঘবদ্ধ হয়ে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাদেরকে আগেই মাটিতে মিশিয়ে দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কফিনে বন্দী করেছিল. সেটাকে দাফন করতে দেয়া যাবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলেছেন ১৬ বছর অপেক্ষা করেছেন, আর চার মাস অপেক্ষা করতে পারবেন না? আমরা বলতে চাই চার মাস আর ছয় মাস বুঝি না, অপেক্ষা করব; তবে নির্দিষ্ট সময় জানাতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদল আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ুব খান সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আবু জাহিদ মামুন, আগানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আরমান উল্লাহ ডাবলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ