• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ দুপুর ১২:০৭:১৮ (08-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে কার্তিক ১৪৩১ দুপুর ১২:০৭:১৮ (08-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র রয়ে গেছে: হাফিজ ইব্রাহিম

১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:০০

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র রয়ে গেছে: হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম।

১৪ অক্টোবর সোমবার বিকালে দৌলতখান উপজেলা উত্তর জয়নগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ ইব্রাহিম বলেন, শেখ হাসিনা ভারতে বসে সে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর তার দোসররা আমাদের আশেপাশেই রয়েছে। আমাদের সবাইকে তাদের থেকে সজাগ থাকতে হবে। তাহলে তাদের কোনো ষড়যন্ত্রেই কাজে আসবে না।

তিনি দৌলতখানবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দৌলতখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দৌলতখানের মানুষ শান্তিপ্রিয়। দৌলতখানে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. মনির, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ