• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩১:৫৬ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

বছরের সেরা ট্রেন্ডি কালারে বাজারে আসছে অপো এ৬ প্রো

২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : রঙ কেবল নান্দনিক পছন্দের চেয়েও বেশি কিছু। এটি অনুভূতি তৈরি করে, স্মৃতিকে ধারণ করে ও এমন অনুভূতি উদ্দীপ্ত করে যা আমাদের বাকি বিশ্বের সাথে সংযুক্ত করে। ফ্যাশন, ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে রঙ প্রায়শই উদ্ভাবন কেমন হবে তা নির্ধারণ করে দেয়।

আর ২০২৫ সালের জন্য, অপো নিয়ে এসেছে এ বছরের সবচেয়ে মনোমুগ্ধকর শেড, রোজউড রেড। অপো এ-৬ প্রোর রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা হয়েছে ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার অনন্য সমন্বয়।

Ad
Ad

বিশ্বজুড়ে রোজউড রেড ডিজাইন সবচেয়ে প্রশংসিত শেড হিসেবে বিবেচিত হচ্ছে। এর কোমল আন্ডার টোনগুলো উষ্ণতা, আশাবাদ ও স্থিতিশীল শক্তির প্রতীক। পাশাপাশি, এর গভীর কনট্রাস্ট নান্দনিক সামঞ্জস্য নিশ্চিত করে রঙটিকে চিরন্তন ও সমসাময়িক করে তোলে। উজ্জ্বলতা ও শান্তির মধ্যে ভারসাম্য ধরে রাখে এটি, করে তোলে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার অংশ।

Ad

অপো এ-৬ প্রোর রোজ পেটাল ডিজাইন প্রাকৃতিক বিশ্ব থেকে সরাসরি অনুপ্রাণিত। গোলাপের প্রতিটি পাপড়ি এক ধরনের স্থিতিস্থাপকতার গল্প বলে, যা বাহ্যিক চাপের মাধ্যমে গঠিত। এই প্রক্রিয়াটি অপো ডিজাইনারদের মুগ্ধ করেছে। গোলাপের বেড়ে ওঠার দার্শনিকতার প্রতীক অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন।

রোজ পেটাল ডিজাইন ও রোজউড রেডের সমন্বয়ে নিয়ে আসা অপোর এই ডিভাইস পারফরম্যান্সকে ছাড়িয়ে যায়। একঘেয়েমি দূর করতে এতে থ্রিডি পেটাল প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা আলোর অবস্থান অনুযায়ী নিজের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অনন্য এই ডিভাইসটি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। ব্যবহারকারীরা এমন একটি ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন যা, কেবল উদ্ভাবন নিয়ে আসছে না, বরং অনুপ্রেরণাও নিয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us