স্পোর্টস ডেস্ক: চলছে বিজয়ের মাস ডিসেম্বর। আর এই মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গর্বের সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। তার মতে, দেশের প্রকৃত নায়ক মুক্তিযোদ্ধারা।

১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নয় মাসের এই যুদ্ধ নিয়ে গর্বের কথা জানান তিনি।


তানজিম লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কীভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।’
মুক্তিযোদ্ধাদের নিয়ে এই ক্রিকেটার বলেন, ‘যারা (মুক্তিযোদ্ধা) আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো (নায়ক), প্রকৃত সেলিব্রিটি (তারকা) আমাদের মুক্তিযোদ্ধারা।’
সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য তানজিম, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি। ২ ম্যাচ খেলে শিকার করেছেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৪০টি টি-টোয়েন্টি খেলে ৪৭ উইকেট নিয়েছেন তিনি। ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট তার। টেস্ট খেলেছেন মোটে ১টি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available