• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:১৬ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

১২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৪:৩৭

‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রীকে। চলমান এই উৎসবের এক গালা ডিনারে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা।

Ad

গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া ভাট। তিনি জানান, বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি হলো গোল্ডেন গ্লোবস, আর এর অংশ হতে পেরে তিনি আনন্দিত।

Ad
Ad

তার কথায়, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে। এই প্রদর্শনীতে আলিয়ার ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে তার যাত্রাপথ তুলে ধরা হয়।

এছাড়াও উৎসবে রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। তার অসাধারণ সৌন্দর্য এবং গ্ল্যামার পূর্ণ সাজ পুরো অনুষ্ঠানের ভেন্যু মাতিয়ে দেয়।

জেদ্দায় আয়োজিত এই জমকালো গালা ডিনারে বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস এবং রিজ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ এবং হেনরি গোল্ডিং-এর মতো অভিনেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:২৫






শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৪



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০


Follow Us