• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩০:২২ (20-Jan-2026)
  • - ৩৩° সে:

পিএনজিকে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

২০ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫০:৩২

পিএনজিকে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিলো বাংলাদেশ। ২০ জানুয়ারি মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) অনায়াসে হারিয়েছে টাইগ্রেসরা। তাতে বিশ্বকাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরও বাড়ল নিগার সুলতানাদের।

Ad

নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাটিং করে ১৬৮ রান করে জ্যোতির দল। জবাবে ১৩৮ রানে শেষ হয় পাপুয়া নিউ গিনির ইনিংস। ১৪ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংস খেলার পর ৬ রান খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার।

Ad
Ad

এদিন লক্ষ্য তাড়ায় ৩২ রানে প্রথম উইকেট হারায় পাপুয়া নিউ গিনির মেয়েরা। ২ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটও তুলে নেয় বাংলাদেশ। এরপর অধিনায়ক ব্রেন্ডা তাও ও সিবোনা জিমি মিলে গড়েন ৬৪ রানের জুটি। তবে তাদের রান তোলার গতি ছিল অনেক মন্থর। এতে করে রানের চাপে পড়ে দলটি। দলীয় ৯৮ রানে ৩৫ রান করা ব্রেন্ডা আউট হলে অনেকটাই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাপুয়া। ৮ রানের ব্যবধানে ফিরে যান জিমিও। তার ব্যাট থেকে আসে ২৮ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে শেষ হয় পাপুয়া নিউ গিনির ইনিংস। বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও স্বর্ণা নেন ১টি করে উইকেট।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস মিলে গড়েন ৪৯ রানের জুটি। ১১ বলে ১৭ রান করা জুয়াইরিয়া আউট হলে ভাঙে টাইগ্রেসদের উদ্বোধনী জুটি। দলীয় ৬৭ রানে ফেরেন রাবেয়া। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান।

অধিনায়ক নিগার সুলতানা ভালো না খেললেও, উইকেটে এসে তাণ্ডব শুরু করেন স্বর্ণা। ৪ ছক্কা ও ১ চারে ১৪ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগার সুলতানাদের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us