স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

১৮ জানুয়ারি রোববার কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের মেয়েদের ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা।


এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল।
রান তাড়ায় যুক্তরাষ্ট্রের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। ২৩ রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।
১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্কোরবোর্ড। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন ৪ উইকেট, এর মধ্যে ৩টিই ১৮তম ওভারে।
এর আগে, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা। তার ৩৯ বলের ইনিংসটি ছিল ৮ চার ও ১ ছক্কায় সাজানো। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ রান করেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো।
সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পাবে। আর র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি অংশ নেবে।
যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনি বিপক্ষে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available