• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ সকাল ১১:৫৮:১৭ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৬:১৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হলেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেয়া হয়। 

Ad
Ad

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফিফা বেস্ট তার হাতে উঠেছে।

এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণত সব শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয়। ফলে মূল মঞ্চে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেম্বেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি। ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি ৮টি গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তার পা থেকে আসে ৩৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট।

ঘরোয়া ফুটবলেও ২৮ বছর বয়সী দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র। পিএসজির হয়ে তিনি লিগ আঁ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।

২০২৫ সালে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে। কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার দলকে ফাইনালে চেলসির কাছে হারতে হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রবাসী আওয়ামী লীগের নেতাসহ গ্রেফতার ৫
১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:১৪










Follow Us