• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ দুপুর ১২:০৫:৩৭ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় নিজ খরচে মসজিদ নির্মাণ করে দিলেন তামিম

২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:৫৭

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু মাঠের ক্রিকেট দিয়েই মানুষের ভালোবাসা জয় করেননি, মাঠের বাইরেও রেখে যাচ্ছেন মানবিকতার দৃষ্টান্ত।

Ad

এরই ধারাবাহিকতায় নাটোরের নলডাঙ্গা হালতিবিল ও বারনই নদীর পাশে পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে সম্পূর্ণ নিজের খরচে একটি মসজিদ নির্মাণ করে দিলেন তামিম ইকবাল।

Ad
Ad

গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নামাজের জন্য ভোগান্তি পোহাচ্ছিলেন। কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। ঠিক তখনই তামিম ইকবাল নিজের উদ্যোগে এগিয়ে আসেন। চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে এই ইচ্ছার কথা শেয়ার করেন তিনি। তাইজুল ইসলাম তার বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করেন, যেখানে সত্যিই মসজিদের প্রয়োজন ছিল প্রবল। শেষ পর্যন্ত হাঁপানিয়া গ্রামকেই বেছে নেওয়া হয়।

শুরুতে এই জায়গায় ছিল ছনের বেড়া আর টিনের চালের মসজিদ। এলাকাবাসী অনেক চেষ্টায় পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থাভাবে তা আলোর মুখ দেখেনি। এমনকি একবার এক লক্ষ টাকা তুলে একজনকে মসজিদ নির্মাণের জন্য দিলে ওই ব্যক্তি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। অবশেষে হাত বাড়ান তামিম ইকবাল এবং নিজ খরচে পাকা মসজিদটি সম্পূর্ণভাবে নির্মাণ করেন।

এখন প্রতিদিন গ্রামের মানুষ সেখানে নিয়মিত নামাজ আদায় করছেন।

মসজিদের কমিটির সভাপতি মো. সুলতাল প্রামানিক মিঠু বলেন, তামিমের এই উদ্যোগ তাদের জীবনে যেন এক নতুন আলো জ্বালিয়েছে। তামিম ইকবাল যে উদার মনের মানুষ, সতীর্থদের মুখেই শুনেছি। সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি, তামিম যেন আরও বড় বড় ভালো কাজে যুক্ত হতে পারেন এবং মানুষের কল্যাণে তার অবদান দিন দিন বাড়ুক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:৩৫




সংবাদ ছবি
টিভিতে আজকের খেলা
২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৫৯

সংবাদ ছবি
রাজীবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৪:৫৪



Follow Us