রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকায় সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে থাকতে চান বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা বলেন আমরা এই ম্যাসেজটা দিতে চাচ্ছি, আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই। এই সম্প্রীতিটাই বেসিক জিনিস। যেখানে আমরা পার্বত্য এলাকায় সবাই একসাথে থাকতে পারবো।
১০ অক্টোবর শুক্রবার রাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবের চীবর বুনন উদ্বোধন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাহাড়ের পরিস্থিতি কেমন? সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘পাহাড়ের পরিস্থিতি, আপনারা এখানে আছেন। আপনারাই ভালো জানেন এবং আপনারাও বুঝেন। এই বছর (কঠিন চীবর দান) শুরু হয়েছে। আমরা সবাই মিলে মনে করি যে এটা হওয়া দরকার। কাউকে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং অন্য কোনভাবে ইয়ে করা ঠিক না। বঞ্চিত ওয়ার্ডটা ঠিক ভালো হচ্ছে না। তারপরেও বলি যে, এখানে সবার অংশগ্রহণ দরকার। আমাদের মধ্যে সম্প্রীতি থাকা দরকার। এটা হচ্ছে আসল। সম্প্রীতির বাইরে কোনো কিছু নাই।’
এর আগে উপদেষ্টা চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। পরে চীবর বুনন বেইন ঘর পরিদর্শন করেন। শেষে চুলামনি মন্দিরের পূজার উদ্দ্যেশে ফানুস উড়ান। এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available