নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি।

২৩ জানুয়ারি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি। আসিফ মাহমুদের অভিযোগ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গভীর রাতে মাইকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি করছে। তার দাবি, ইসি এখনো সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না।
আসিফ মাহমুদ আরও বলেন, প্রচারণার প্রথম দিন থেকেই একটি রাজনৈতিক দল ও তাদের শীর্ষ নেতা প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করছেন। পোস্টার ব্যবহার ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগও করেন তিনি।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তিনি বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে সেনাবাহিনীকে নিজস্ব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, মিডিয়ায় আবারও দলীয়করণের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। অতীতে এর যে ভয়াবহ পরিণতি দেখা গেছে, ভবিষ্যতেও তা পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সব রাজনৈতিক দলকে সমানভাবে কাভারেজ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২৭০টি আসনে এনসিপির গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available