• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৩:৫৭ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন হবে: তারেক রহমান

১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৯:০৬

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আলাদা একটি বিভাগ (ডিপার্টমেন্ট) গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

Ad

১৮ জানুয়ারি রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

Ad
Ad

তারেক রহমান বলেন, ‘জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ এবং দেখভালের জন্য একটি পৃথক বিভাগ গঠন করা হবে। 
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্ট লাঘবে আমরা কাজ করব।’

তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল, যা মুক্তিযুদ্ধে শহীদ ও আহত পরিবারগুলোর কল্যাণে কাজ করে আসছে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হবে।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে হতাহত পরিবারগুলোর স্বজন ও আহতদের বর্ণনাতীত কষ্টের কথা অনুষ্ঠানে উঠে এসেছে। এসব কষ্ট কোনোভাবেই পুরোপুরি মোচন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তবে রাষ্ট্রের পক্ষ থেকে দুইভাবে সহযোগিতা করা যেতে পারে এক, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং দুই, দলমত নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই দায়িত্ব অনুভব করে এবং জনগণের রায় পেলে এসব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ভবিষ্যতেও শোক আর বেদনাই জাতির নিয়তি হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us