• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ রাত ১১:৩১:৫৫ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনি সংকেত: আখতার হোসেন

৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪০:৪৮

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনি সংকেত:  আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে। সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।

Ad

৫ জানুয়ারি সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি বলেন, আমরা খেয়াল করছি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন কিছু কিছু জায়গায় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দিকেই তাকান আর মিডিয়ার দিকেই তাকান অথবা প্রশাসনের দিকেই তাকান তারা একটা দিকে ঝুঁকে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা তাদের মধ্যে খেয়াল করছি। প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।

আখতার হোসেন বলেন, যে প্রশাসন আজকে কোনো একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছুকাল আগেই সেই দলকে দমন নিপীড়ন করার জন্য তারা সর্বাগ্রী ভূমিকা রেখেছে। যখন অন্য কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সে দলকে আবারও তারা দমন নিপীড়ন করার জন্য তারা উদগ্রীব হয়ে পড়বে।

তিনি আরও বলেন, প্রশাসনকে যদি নিউট্রালাইজ ও নিরপেক্ষ রাখতে হয় এবং জনগণের জন্য উপযোগী করে তুলতে হয়। তাহলে যে দলের পক্ষপাতিত্ব করছে প্রশাসন সে দলকেও এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে এবং অনৈতিক সুবিধা আদায় না করে বরং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু রেজা, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কাউনিয়ার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সংগঠক আবু রায়হান ও রাজু আহমেদসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম
৭ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১১:৪০

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
৭ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৫:৩৬







ছাতকে যুবলীগ নেতা তাজ উদ্দিন গ্রেফতার
ছাতকে যুবলীগ নেতা তাজ উদ্দিন গ্রেফতার
৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৫৭

ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার
ফের উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার
৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:২৫


Follow Us