• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ সকাল ১১:২৫:৪২ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা দিল এনসিপি

২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০১:৩০

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি হলফনামা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। হলফনামায় উল্লেখিত তার ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়েও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে দলটি।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে দলের যুগ্ম সদস্যসচিব তামীম আহমেদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নাহিদ ইসলামের বেতন-ভাতা থেকে মোট আয় ছিল ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা। সাত মাসে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা হিসেবে তিনি এ আয় করেন। পরে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে মাসিক এক লাখ টাকা সম্মানিতে কাজ শুরু করেন।

এ হিসাবে গত অর্থবছরে উপদেষ্টা ও পরামর্শক পেশা থেকে তার মোট আয় দাঁড়ায় ১৬ লাখ টাকা। ২০২৪-২৫ আয়বর্ষে তিনি এই আয়ের বিপরীতে মোট ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর পরিশোধ করেন, যা আয়কর রিটার্নে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী হলফনামায় তার বাৎসরিক আয় ১৬ লাখ টাকা দেখানো হয়েছে।

হলফনামায় নাহিদ ইসলামের মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। এতে উপদেষ্টা ও পরামর্শক পেশার আয়, নগদ অর্থ, সঞ্চয়, বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তা এবং স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য অন্তর্ভুক্ত রয়েছে।

এনসিপি জানায়, আয়কর রিটার্ন বা নির্বাচনি হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ নেই, যা সম্পূর্ণ অপতথ্য। হলফনামার ৪ নম্বর কলামে তার বর্তমান পেশা পরামর্শক এবং পূর্বতন পেশা হিসেবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদ স্পষ্টভাবে উল্লেখ আছে।

এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগের সময় সোনালী ব্যাংকের একমাত্র অ্যাকাউন্টে তার জমা ছিল ১০ হাজার ৬৯৮ টাকা বলে তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন। বর্তমানে একই অ্যাকাউন্টে জমার পরিমাণ ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট এবং নির্বাচনি ব্যয় পরিচালনার জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা একটি অ্যাকাউন্ট ছাড়া তার আর কোনো ব্যাংক হিসাব নেই বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনুমোদন পেল আরও একটি মেডিকেল কলেজ
অনুমোদন পেল আরও একটি মেডিকেল কলেজ
২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩২:০৭


গুচ্ছে মোট আবেদন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪
গুচ্ছে মোট আবেদন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪
২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৩:৫১

অবৈধ ইটভাটাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
অবৈধ ইটভাটাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৫:৩৫



কুষ্টিয়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
কুষ্টিয়ায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৪:০৫





Follow Us