• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ১২:৪৬:১৮ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করতেন শেখ হাসিনা: রিজভী

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫০:২৪

খালেদা জিয়াকে ‘পথের কাঁটা’ মনে করতেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা নিজের ‘পথের কাঁটা’ মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Ad

২৯ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’, ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। 

তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি’।

দেশে এখন ‘সমাজে অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, ‘ছাত্র নিহত হওয়া’র মতো ঘটনা ঘটছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন,  সামনে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সন্ত্রাসরোধে সরকারকে কঠোর হতে হবে।
 
প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকলেও ভোটার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজারের মতো দাবি করে রিজভী বলেন, পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us