নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে— এমন অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ তুলে ধরে দলটি। ঘটনায় আহত অর্ধশতাধিক নেতাকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়েছে, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল হামলার নেতৃত্ব দিয়েছেন।


বিএনপি অভিযোগ করে জানায়, প্রচারণার সময় জামায়াত কর্মীরা ‘ধর্মীয় প্রলোভন’ ও ‘জান্নাতের টিকিট’ জাতীয় মন্তব্য করলে স্থানীয় মুসল্লিদের একটি অংশ প্রতিবাদ জানায়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জামায়াত কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়।
দলটি আরও জানায়, কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। তবে দৈনিক মানবজমিনে প্রকাশিত এক ছবিতে জামায়াত কর্মী পরিচয়ধারী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণ করতে দেখা গেছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে বিএনপি জানায়, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তবে এই সংযমকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। সহিংস উসকানির মুখেও ধৈর্য ধরে নির্বাচনী পরিবেশকে শান্ত রাখতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ, কারণ অস্থিরতা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় বিএনপি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। জামায়াতের দাবি, তাদের প্রচারণার সময় বিএনপি হামলা চালায়; অন্যদিকে বিএনপির দাবি, স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে জামায়াত কর্মীরাই সংঘর্ষের সূত্রপাত ঘটায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available