ডেস্ক রিপোর্ট: আজ ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলীয়ভাবে দোয়া-মিলাদ ও অর্থদান ছাড়া বিশেষ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারে তিনি ‘পিনো’ নামেই পরিচিত।


তারেক রহমান ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন, যদিও এর আগেই তিনি বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি খালেদা জিয়ার পাশাপাশি দেশজুড়ে প্রচারণায় অংশ নেন। ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং পরবর্তীতে ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তারেক রহমান যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available