• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:০২:৫৫ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

বগুড়ায় সারজিস আলমের সভা চলাকালে ককটেল বিস্ফোরণ

২১ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩১:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত  ছিলেন।

২০ অক্টোবর সোমবার বিকেলে বগুড়া জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের পেছন সংলগ্ন ভবন থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে অবিস্ফোরিত অন্য ককটেলটি উদ্ধার কর হয়।

Ad

তবে এনসিপির দাবি সভাস্থলের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা চলাকালীন সময়ে  অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।

এদিকে সভা শেষে সারজিস আলম নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন। এর পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জেলা পরিষদ চারদিকে নিরাপত্তা দেওয়ালে ঘেরা। এর ভেতরে সভা চলছিল। পর্যাপ্ত পুলিশ জেলা পরিষদের প্রধান গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। জেলা পরিষদের পেছন সংলগ্ন ভবন থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
শিক্ষকদের আমরণ অনশন, অসুস্থ ৬ জন
২১ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩০:৪৬








Follow Us