• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৫১:৩০ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

হাদির কিছু হলে ইন্টেরিমকে অবশ্যই দায়ভার নিতে হবে: ইনকিলাব মঞ্চ

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৪:৪২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টেরিমকে অবশ্যই দায়ভার নিতে হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ১২ ডিসেম্বর শুক্রবার এক ব্রিফিংয়ে এটা জানায় সংগঠনটি।

Ad

ইনকিলাব মঞ্চ জানায়, গোয়েন্দা সংস্থা বারবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, তাদেরকে ফুটেজ খুঁজে দেওয়া কি ইনকিলাব মঞ্চের কাজ? যারা গুলি চালিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে।

Ad
Ad

নেতারা বলেন, আমরা শুনতে চাই না তারা অন্য কোনোভাবে মারা গেছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হলে, সরকারের এই সুন্দর সুন্দর কথা বলার কোনও অধিকার নেই।

যারা ওসমান হাদিকে রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে এমন প্রশ্ন রেখে তারা জানান, দ্রুত তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ। দেশবাসীর কাছে দোয়া অনুষ্ঠান আয়োজনের আহ্বান। কেউ যেন উসকানি দিতে না পারে। কারও কোনো বক্তব্যে নিজে থেকে কোনও সিদ্ধান্ত না নিতে আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us