নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, দুর্নীতি, লুটপাট,স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার কারণে ৫৪ বছর কসবা-আখাউড়ার জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। চিকিৎসাসেবা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে জমায়েত ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ।
২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাহবুব আল হাদীর সভাপতিত্বে এবং মেহারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ ও মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন,খাড়েরা ইউনিয়ন আমীর মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, আমরা এবার সোনার বাংলা গড়তে রাষ্ট্রকে দুর্নীতি, চাঁদাবাজ,সন্ত্রাস এবং মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ ও মুক্তির লড়াই।আমাদের এই লড়াই অবিরাম চলবে।
মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড, প্রেশার ও ডায়বেটিস চেকসহ সকলকে ফ্রি ওষুধ দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available