নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশর মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। ঠিক সেই সময়ই নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সম্প্রতি ওসমান হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আশঙ্কা করছি, এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে।

আজ ১৪ ডিসেম্বর রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, যখন পাক হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে উঠেছিল এবং চারদিক থেকে মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছিল, তখন পরিকল্পিতভাবে এ দেশের মেধাবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার উদ্দেশ্যেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সেই ভয়াবহ ইতিহাস স্মরণ করি। একইভাবে সবাই জানে, ২০২৪ সালেও আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালানো হয়েছে। আজ বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, একটি নতুন সূর্য দেখছে, মানুষ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে—ঠিক তখনই আবার নতুন করে হত্যাকাণ্ড শুরু হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা শপথ নিয়েছি, যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাবো।
তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যিনি এ দেশের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available