নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

১৯ জানুয়ারি সোমবার, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।


মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আমাদের কাছে যেসব বিষয়ে সমস্যা মনে হয়েছে, তা আমরা গতকাল (১৮ জানুয়ারি) কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, তারা যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে পারবে।’
দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো বিষয় নয়।’
এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলীয় নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available