অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ২৭ ডিসেম্বর শনিবার মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর অবস্থানের পার্থক্য চোখে পড়লেও, সংস্কারের নির্দিষ্ট বিষয়গুলোতে এনসিপি, জামায়াতসহ কয়েকটি দল স্বাভাবিকভাবেই একমত হয়েছে। তার ভাষায়, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে অঙ্গীকার—সেটিই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী জোট বা সমঝোতা বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হচ্ছে।


তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেও বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available