• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:২০:০১ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

গভীর রাতে কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫০:৩৪

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: গভীর রাতে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব জিনিয়া শারমিন রিয়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Ad

১০ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ২টা ৫০ এর দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এই বিস্ফোরক মন্তব্য করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Ad
Ad

২৪ এর জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া এই ঘোষণা দেওয়ার মাত্র ত্রিশ মিনিট আগে রাত ২টা ২০ মিনিটের দিকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি।

ফেসবুক স্ট্যাটাসে জিনিয়া শারমিন রিয়া লিখেছেন, সদ্য ঘোষিত কমিটিতে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে জন্য কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি যে, আমি উক্ত কমিটি থেকে পদত্যাগ করছি। 

তিনি আরও লিখেন, দিনশেষে মনে হয়, জুলাইয়ে থানার বাইক চোরের কাছেও আমরা অনেক সময় হেরে যাই! তারপরও আমার সকল সহযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন। দলের দুঃসময়ে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।

শেষে নিজের অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করে জিনিয়া লিখেন, সরি আব্বু-আম্মু, তোমাদের ধন সম্পদ নষ্ট করে নতুন বন্দোবস্তের রাজনীতি করতে এসেছিলাম জনগণের জন্য কথা বলতে! কী আর করা। আমার সাথে কত কী কাহিনি বিস্তারিত লিখব পরে আপাতত আল্লাহ হাফেজ। 

এর আগে, আগে রাত ২ টা ২০ মিনিটের দিকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক মাহির আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আহবায়ক হিসেবে এস.এম আতহার সাকিফ, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন মানিক ও মোহাম্মদ রায়হান মনোনীত হয়েছেন। এ ছাড়া, সদস্য সচিব জায়েদ বিন আমান এবং  যুগ্ম-সচিব হয়েছেন জিনিয়া শারমিন রিয়া (পদত্যাগকৃত) ও ফাহমিদা হাসান হেবা। আশফিক রহমান কক্সবাজারে সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে ১ বছরের অনুমোদনপ্রাপ্ত এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি বরাবর পূর্ণাঙ্গ কমিটি প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাছ বিক্রি করে ভোট চাইলেন মাসুদুজ্জামান
১১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:১০






সংবাদ ছবি
লংগদুতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৪০




Follow Us