নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

২৭ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জুলাই শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
উপদেষ্টা আদিলুর আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা সমস্যার সুযোগ নেই। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা সাবাব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available