নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

২২ নভেম্বর শনিবার বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে ঢাকার উত্তর উত্তর পূর্বে মাত্র ৮ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।


ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে ভূটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্পও অনুভূত হয়েছিল। এ ছাড়াও, শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদী থেকে উৎসারিত ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে অনুভূত হয়।
শুক্রবারের ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, ইট খসে পড়া এবং আতঙ্কজনিত ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০০ জন আহত হয়েছেন।
সরকারি এবং উদ্ধার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে ভূমিকম্পের সময় সঠিক প্রতিক্রিয়া প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available