নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

১১ জানুয়ারি রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় মুসাব্বির হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও প্রকাশ করে পুলিশ।


ডিবি প্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শুটার জিন্নাত, সহযোগী মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত বিল্লালের এক বড় ভাই মুসাব্বির হত্যার সুপারি দেন। এ কাজের জন্য ১৫ লাখ টাকা এবং মামলা সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল। পরে তিনি ৩ থেকে ৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেলের বিনিময়ে শুটার জিন্নাতকে ভাড়া করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আগে বিল্লাল প্রথমে রিয়াজকে শুটার হিসেবে ভাড়া করলেও হত্যার আগের দিন রিয়াজ কাজটি না করে ফিরে যান। পরে দায়িত্ব দেওয়া হয় জিন্নাতকে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি বৃহস্পতিবার নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available