• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:১৫:১২ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব

৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৬:৪৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর সাধ্য কারও নেই। আমরা মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন করবো। সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।

Ad

তিনি বলেন, যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর। কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Ad
Ad

নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে শুক্রবার (৭ নভেম্বর) সকাল নয়টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।

এসময় নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
জব্দ হওয়া জাটকা বিতরণের আগেই লুট
৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৪:৪৫



Follow Us