• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:২৮ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১০:৩৩

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম এ সেলের সঙ্গে সংযুক্ত থাকবে।

Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

সূত্র জানায়, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য পেলে ৯৯৯-এর বিশেষ টিম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান এবং যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলটি তিন শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর ২২৬-এ এই সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য সেলে টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০০৬৪২২৭ চালু রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৫:৫৩






Follow Us