নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণ কার্যক্রমে এখন পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মোট ১১৪ জন শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ করা হবে।

৫ জানুয়ারি সোমবার রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এই কার্যক্রম চলছিল। এতে শহীদদের পরিবার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ উপস্থিত ছিলেন।


এ পর্যন্ত শনাক্ত হওয়া শহীদরা হলেন: শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম (২৯)।
উল্লেখ্য, মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু হয় গত ৭ ডিসেম্বর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available