• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা কার্তিক ১৪৩২ দুপুর ০২:৪৮:৫৭ (17-Oct-2025)
  • - ৩৩° সে:

৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা

১৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২২:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

১৭ অক্টোবর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

Ad
Ad

এতে উল্লেখ করা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।

Ad

বিবৃ‌তি‌তে আরও উল্লেখ  করা হয়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার বলছে, জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তিনজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছি‌লেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৭:৪৯



সংবাদ ছবি
ভোর থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘ যানজট
১৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৬:২৩





Follow Us